মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ট্রলারে র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজা জব্দ
কামরুজ্জামান টুটুল ॥

পুলিশ কর্তৃক ১০ কেজি গাঁজাসহ এক নারীকে আটকের কয়েক ঘণ্টার মধ্যে র‌্যাব অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মোঃ মোখলেছ খলিফা (৫০) ও মোঃ ইদ্রিস হাওলাদার (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক কারবারিদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করে র‌্যাব। সোমবার দিবাগত রাতে হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে অভিযান চালায় র‌্যাব-১১।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (৯ আগস্ট) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ডাকাতিয়া নদীতে একটি ট্রলারে অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো : পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার শ্যারনকাঠি গ্রামের মৃত সেকান্দার খলিফার ছেলে মোখলেছ খলিফা ও বরিশাল জেলার উজিরপুর মডেল থানার জুকিরকান্দা গ্রামের মৃত মোখলেছ হাওলাদারের ছেলে মোঃ ইদ্রিস হাওলাদার।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জব্দকৃত ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ মোখলেছ খলিফা ও মোঃ ইদ্রিস হাওলাদারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে র‌্যাব। এর আগে একইদিন সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ শিউলি নামের এক নারীকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

র‌্যাবের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিসবাহ জানান, ট্রলারটি আমাদের জিম্মায় রয়েছে। র‌্যারের হাতে আটককৃত মাদক কারবারীদের আদালতে পাঠানোর পর আদালত তাদেরকে জেলহাজতে পাঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়