মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

পৌরসভার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই
প্রবীর চক্রবর্তী ॥

তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) অনুষ্ঠিত কর্মশালা-পূর্ব আলোচনা সভায় পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে বক্তব্য রাখেন প্রকল্পের অর্থনীতিবিদ আবুল কাশেম, গভর্নেন্স বিশেষজ্ঞ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র নগর পরিকল্পনাবিদ আফসানা এম. কামাল, পুনর্বাসন বিশেষজ্ঞ আবদুর রহমান, পরিবেশ বিশেষজ্ঞ মাহফুজুল আলম, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী কামরুল হাসান সউদ, প্যানেল মেয়র আঃ মান্নান পরান, মাজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাহিদ হোসেন, জাকির হোসেন গাজী, আমিন মিজি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা মহরম খাঁ প্রমুখ। পরে পৌরসভার উন্নয়ন বিষয়ক কর্মশালায় অংশ নেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের লোকজন।

সভাপতির বক্তব্যে মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, আমি মনোনয়ন পাওয়ার পরে পৌরবাসীকে কথা দিয়েছিলাম পৌরসভাকে প্রথম শ্রেণি করার সাথে সাথে নাগরিক সুবিধা বৃদ্ধি করবো। যাতে ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন করতে সক্ষম হই। সেই আলোকে আমি সকলের সহযোগিতা নিয়ে পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি এবং ৩৭ পৌরসভা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। যার ফলস্বরূপ তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (UGIIP-III) প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যে আমরা যেসব প্রস্তাবনা পাঠিয়েছি, তা পর্যবেক্ষণে প্রকল্পের লোকজন এসেছেন। পৌরসভার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমরা টেকসই উন্নয়ন করতে চাই। যাতে বছর বছর একই কাজ বারবার করতে না হয়। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড হলে জনগণ উপকৃত হবে। এজন্যে অবশ্যই পৌরবাসীকে ভূমিকা রাখতে হবে। হোল্ডিং ট্যাক্স প্রদানের পাশাপাশি জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। আজ এ কর্মশালায় আপনারা পৌরবাসী হিসেবে সুবিধা-অসুবিধা সকল কিছুই বলবেন। আপনারা যদি সঠিক তথ্য না জানান, তবে কীভাবে আমি জানবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়