প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব কেবলা, আওলাদে রাসুল (দঃ) আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী আবেদী আল-মাদানী (রঃ)-এর দ্বিতীয় ওফাত দিবস আজ ১২ মহররম, ১১ আগস্ট বৃহস্পতিবার। ২০২০ সালের এদিনে তিনি মাওলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।
তাঁর ওফাত দিবস উপলক্ষে আজকে ইমামে রাব্বানী দরবার শরীফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে : বাদ জোহর থেকে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, নকশবন্দিয়া মোজাদ্দেদীয়া তরিকা অনুযায়ী জিকিরের মাহফিল ও মিলাদণ্ডকিয়াম। আসরের পর থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত। বাদ মাগরিব মাজার শরীফে গিলাফ চড়ানো। রাত ১০টা পর্যন্ত ওয়াজ, মিলাদ শেষে আখেরি মোনাজাত।
মুর্শিদ কেবলা আওলাদে রাসুল সৈয়দ আবিদ শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) এবং সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী (রঃ)-এর ফয়েজ লাভে নিজেকে ধন্য করতে প্রত্যেক সুন্নী মুসলমানকে আজকের বেসাল শরীফের মাহফিলে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন হুজুর কেবলার বড় সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-মাদানীসহ অন্য সাহেবজাদাগণ।