প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০
বাগেরহাটের নারী শিউলি খাতুনকে ১০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকা থেকে উক্ত গাঁজার প্যাকেটসহ তাকে আটক করা হয়। সে বাগেরহাট জেলার মংলা থানাধীন উত্তর চাঁদপাই গ্রামের শেখ বাড়ির আসাদুল শেখের মেয়ে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বলাখাল বাজার সংলগ্ন টিএন্ডটি অফিস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম মামুনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় শিউলী খাতুনের কাছ থেকে একটি ট্রলি ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি শিউলী খাতুনকে আদালতে সোপর্দ করা হয়।