মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে খেলতে গিয়ে সাইদুল (৬) ও নিখোঁজ আতিয়া ইসলাস (৩) নামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এর মধ্যে সাইদুল পৌরসভাধীন টোরাগড়ে ভাড়া বাড়ির পাশের পুকুরে ও আতিয়া উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই গ্রামের নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাইদুল চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। সে তার বাবা ও মায়ের সাথে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো।

সাইদুলের বাবা রানা জানান, এদিন বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির অন্যান্য শিশুর সাথে সাইদুল হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে স্কুলের পাশের পুকুরে গোসল করতে নেমে সাইদুল ডুবে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে মরদেহ ভাসছে। এ সময় শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত শিশুদের মরদেহ পুলিশি হেফাজতে এনে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়