মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

১৭ মাসে ৭ বার শ্রেষ্ঠ চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
স্টাফ রিপোর্টার ॥

মুহাম্মদ আবদুর রশিদ ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তারপর এই থানায় আইন-শৃঙ্খলা বাহিনীর গতানুগতিক কাজ থেকে বের হয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ব্যাপক পরিবর্তন করে পুরো জেলার মধ্যে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধিতে সক্ষম হন। তার কর্মকালের ১৭ মাসে সফলতা অর্জন করে তিনি চাঁদপুর জেলার ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ)দের মধ্যে এ পর্যন্ত ৭ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

জেলা পুলিশের মাসিক মূল্যায়ন সভায় সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে তিনিই প্রথম কোনো ওসি। গত ৭ আগস্ট ৭ম বারের মতো মোঃ আব্দুর রশীদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএমণ্ডবার।

আঃ রশিদ সদর মডেল থানার দায়িত্ব নেয়ার পর থেকে এই থানা এলাকায় যে ক’টি হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোর ক্লু উদ্ঘাটনে কাজ করতে গিয়ে কখনো ঘটনার ২৪ ঘন্টা, কখনো ৪৮ ঘন্টা, কখনো ৭২ ঘন্টার মধ্যে মূল আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, ১৭ মাসের মধ্যে ২টি ঈদ অর্থাৎ পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতরে এই উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। যা অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে।

আবদুর রশিদ বলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) স্যারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চাঁদপুর সদর উপজেলাবাসীর নির্বিঘœ জীবন-যাপন নিশ্চিত করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে আমরা বদ্ধপরিকর। আমি আমার দায়িত্ব পালনকালীন সকল অপরাধ দমনে ও আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর উপজেলাবাসীসহ সকল জনসাধারণের কাছে সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়