প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতির বক্তব্যে বলেন, আমরা শোকের মাসে এমন একজন মানুষের জন্মদিন পালন করছি, যার অনুপ্রেরণার কারণেই বঙ্গবন্ধু নিজের পরিবারের দিকে না তাকিয়ে এই জাতির জন্য অকাতরে কাজ করে গেছেন। জাতির পিতা জীবনের অধিকাংশ সময়েই যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা বঙ্গবন্ধুর হয়ে অনেক কাজ করেছেন। এই মহীয়সী নারী বঙ্গবন্ধুর পিছনে থেকে অনুপ্রেরণা দেয়ার কারণেই আমরা আজ স্বাধীন জাতি। বঙ্গমাতা তার পরিবার নিয়ে নির্ভার থাকতে বঙ্গবন্ধুকে আশ্বস্ত করেছেন বলেই জাতির পিতা নির্দ্বিধায় রাজনীতির মাঠে বিচরণ করার সাথে সাথে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছেন। অর্থাৎ বঙ্গমাতার অনুপ্রেরণার কারণেই অনেক অসাধ্য কাজ করতে পেরেছেন বঙ্গবন্ধু। এমন রত্মগর্ভা মায়ের কারণেই আমরা আজ আমাদের অর্থনৈতিক মুক্তির কাণ্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি। যোগ্য মাতা ও যোগ্য পিতার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী আমাদের সঠিক পথেই এগিয়ে নিয়ে চলেছেন।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লাহ তপাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, অ্যাডঃ মোহাম্মদ আলী, কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আঃ সামাদ মিন্টু পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ সহিদ উল্লা, নির্বাহী সদস্য কামাল মিজি, হাসান রাজা পাটওয়ারী, এনামুল হক রাসেল, স্বেচ্ছসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, আওয়ামী লীগ নেতা হাসান আলী, মাহবুব মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন, আহসান দেওয়ান, কৃষকলীগের সহ-সভাপতি জহির হোসেন মিজি, শাহআলম মৃধা, শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের শরীফ মৃধা প্রমুখ। আলোচনা শেষে ওলামা লীগের সভাপতি মাওঃ মিজানুর রহমান খন্দকার মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।