মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর প্রেসক্লাবের মিলাদ ও দোয়া
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর প্রেসক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ৮ আগস্ট। ২০২০ সালের এদিনে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বাদ আসর কালেক্টরেট জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাবেক সভাপতি কাজী শাহাদাত। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সভাপতি জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, সহ-সভাপতি সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, প্রকাশনা সম্পাদক শওকত আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক তালহা জোবায়ের, আপ্যায়ন ও বিনোদন বিষয়ক সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোশাররফ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়