প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ৮ আগস্ট। ২০২০ সালের এদিনে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বাদ আসর কালেক্টরেট জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাবেক সভাপতি কাজী শাহাদাত। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সভাপতি জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, সহ-সভাপতি সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, প্রকাশনা সম্পাদক শওকত আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক তালহা জোবায়ের, আপ্যায়ন ও বিনোদন বিষয়ক সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোশাররফ হোসেন।