মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

দ্বিতীয়বারের মত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন
বাদল মজুমদার ॥

দ্বিতীয় বারের মত চাঁদপুর জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন চাঁদপুর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। গতকাল ৮ আগস্ট সোমবার বেলা ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামানের হাত থেকে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। এ ছাড়াও তিনি ২০১৬ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সহকর্মী-সহযোদ্ধা, ছাত্র, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং শুভানুধায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ তাদের সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এ সম্মান অর্জনের পথ রচনায় বারবার সাহায্য করে যাচ্ছে। তিনি আরো বলেন, সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই। এ প্রতিযোগিতার ভেতর দিয়ে শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রান্তিক মূল্যায়ন হচ্ছে। যা স্থানীয় ও রাষ্ট্রীয়ভাবে অবদান রাখতে আরো অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়