মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ গৃহে আগুন
নিজস্ব প্রতিনিধি ॥

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ গৃহে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। কচুয়া-মতলবের সীমান্তবর্তী এলাকা টেমাই গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও ইউনিয়নের টেমাই গ্রামের মাধব গোসাই বাড়ির নিতাই চন্দ্র ভৌমিক ও নিমাই চন্দ্র ভৌমিক জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৬ আগস্ট শনিবার দিবাগত রাত ৩টায় একই বাড়ির রঘু চন্দ্র ভৌমিকের ছেলে মনোরঞ্জন চন্দ্র ভৌমিক, চন্দন ভৌমিক, বিধু চন্দ্র ভৌমিক ও তার মেয়ে রূপালী চন্দ্র ভৌমিক পরিকল্পিতভাবে মনোরঞ্জনের বসত ঘরে অগ্নিসংযোগ করে। টের পেয়ে একই বাড়ির নিতাই, নিমাই ও নারায়ণ চন্দ্র ভৌমিক বাড়ির অন্যদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিতাই চন্দ্র ভৌমিক আরো জানান, মাসখানেক পূর্বে আমার স্ত্রী শান্তি রাণী ভৌমিক ও মেয়ে পূজা রাণী ভৌমিক দুর্গাপুর রথ উৎসবে যোগ দেয়। সেখানে রঘু চন্দ্র ভৌমিকের তিন ছেলের সহায়তায় তাদের আত্মীয় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের রাজাবাড়ির রঙ্গলাল সরকারের ছেলে সবুজ সরকার রথমেলা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। প্রায় এক মাস পর মতলব উত্তর ও হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করি। ৬ আগস্ট শনিবার সন্ধ্যায় চন্দন ভৌমিক ও তার স্ত্রী আমার মেয়েকে পুনরায় অপহরণের উদ্দেশ্যে তাদের ঘরে নিয়ে ঘণ্টাব্যাপী আটক রাখে। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অন্যদের সহায়তায় চন্দন ভৌমিকের ঘর থেকে আমার মেয়ে পূজাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করি। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চন্দন ভৌমিক আমার ভাই নারায়ণ চন্দ্র ভৌমিককে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। বর্তমানে সে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা অপহরণের ঘটনাকে ধামাচাপা দিতে নিজেরাই নিজেদের বসত ঘরে অগ্নিসংযোগ করে আমাদেরকে ফাঁসিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। ছুরিকাঘাত ও মারধরের ঘটনায় পূজার মা শান্তি ভৌমিক বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিবাদী মনোরঞ্জন ভৌমিক জানান, ঘটনার দিন রাতে নিতাই গং আমার ঘরে অগ্নি সংযোগসহ ছোটভাই চন্দন, তার স্ত্রী সাথী, ছেলে আহির ও মা তুলশী রাণী ভৌমিককে মারধর করে আহত করে। বর্তমানে তারা চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় শান্তি ভঙ্গের আশঙ্কা করা হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, শান্তি রাণী ভৌমিকের অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়