মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ০০:০০

হাইমচরে কিশোরের আত্মহত্যা
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচর উপজেলার চৌধুরী বাজার সংলগ্ন কমলাপুর গ্রামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আখ ব্যবসায়ী এ কিশোর পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে হাইমচর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গতকাল ৭ আগস্ট রোববার বিকেলে উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ড চৌধুরী বাজার সংলগ্ন খান বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত কিশোর হচ্ছে ছলেমান খাঁর ছেলে মোঃ ওসমান (১৮)। সে নির্জন ঘরের আঁড়ার সাথে আত্মহত্যা করলে তার মা জয়তুন বেগম বিকেল সাড়ে ৪টার দিকে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। বেঁচে আছে ভেবে মা সন্তানকে নিচে নামিয়ে আনেন। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে।

জানা যায়, কিশোর ওসমান নারায়ণগঞ্জ আখের ব্যবসা করতো। সে দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিল। মাদক থেকে সরে আসার জন্যে বাবা-মা ও পরিবারের লোকজন বার বার বললেও সেদিকে সে কর্ণপাত না করে অতিমাত্রায় মাদক সেবন করে। গত ৩/৪ দিন পূর্বে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে কিশোর ওসমান। সারাদিন ভালো চলাফেরার মধ্যে হঠাৎ করেই মা ঘরের আঁড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, সকালেও পরিষদের সামনে এ ছেলেটিকে পায়ে কিছুটা জখম অবস্থায় দেখতে পেয়েছি। তবে কী কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন জানান, উপজেলার কমলাপুর গ্রামে আত্মহত্যার সংবাদ পেয়ে এসআই খোরশেদ ও সঞ্জিত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়