প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ০০:০০
জাতীয় শোক দিবস পালনকল্পে প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশকে যারা মেনে নিতে পারে নি, তারাই জাতির পিতাকে সপরিবারে হত্যার মতো নৃশংস কাজ করতে পেরেছে। তাদের দোসররা আজও এদেশে বহাল তবিয়তে রয়েছে, এখন আবার হুঙ্কার শোনা যায়। কিন্তু তারা ভুলে গেছে, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায় আসীন। তিনি এদের সকলকে ভালোভাবেই চিনেন। তাই তাদের সেই স্বপ্ন কখনও সফল হবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবো। জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার মধ্য দিয়েই আমরা শোক দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তারাই এই কাজকে এগিয়ে নিতে পারি।
রোববার ৭ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। পৌরসভার সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আঃ মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাকির হোসেন, আবুল হাসেম, জায়ের হোসেন বাবুল পাটওয়ারী, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে শোক দিবস পালন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।