মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুরে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা!
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। জেলায় মাত্র ক’দিনের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। যে কাঁচা মরিচ বিক্রি হতো প্রতি কেজি ২০০ টাকায়, সপ্তাহের ব্যবধানে সে মরিচের দাম খুচরা বাজারে বেড়ে হয়েছে ৩০০ টাকা। পালবাজার পাইকারি আড়তে কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি। আবার বাজার-ভেদে দামের পার্থক্যও দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচা তরি-তরকারির মধ্যে এখন সবচেয়ে দামি পণ্য হচ্ছে কাঁচা মরিচ। বাজারে খুচরায় একশ’ গ্রাম কাঁচা মরিচ কিনতে লাগছে ৩০ টাকা। সে হিসাবে কেজিপ্রতি দাম পড়ছে ৩০০ টাকা, কোথাও কোথাও ২৪০-২৬০ টাকাতেও বিক্রি হচ্ছে। গত ক’দিন আগেও ২০০ টাকার নিচে ছিলো কাঁচা মরিচের কেজি। তার আগের সপ্তাহে ছিলো ১৫০-১৬০ টাকা কেজি।

সরেজমিনে চাঁদপুর শহরের পালবাজার, বিপণীবাগ, নতুনবাজার, ওয়্যারলেস বাজার, বাবুরহাট, পুরাণবাজার লোহারপুল বাজারে গিয়ে জানা যায়, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে মরিচের কেজিপ্রতি দামের ব্যবধান ৬০ টাকা। হঠাৎ করে মরিচের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়