মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

ময়না তদন্ত হচ্ছে ৪ মাসের শিশু শাহরিনের!
কামরুজ্জামান টুটুল ॥

মাত্র ৪ মাসের শিশু শিহরিন। মারা যায় শনিবার ভোররাতে। শাহরিনের মৃত্যুটি রহস্যজনক বলে দাবি করে প্রবাসী বাবার পরিবার। অভিযোগের তীর শিশুটির মায়ের দিকে। যে দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত হবে শিশুটির লাশের। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাটি হাজীগঞ্জের বাড্ডা মিজি বাড়িতে। শিশুটি এ বাড়ির প্রবাসী ফারুক হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মায়ের হাতে শিশু খুন এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে যান।

এ সময় তিনি মৃত শিশুর মা ও পরিবারের অন্যান্য সদস্যের সাথে কথা বলেন এবং শিশুর মৃতদেহের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শিশুটির মামার বাড়ির লোকজন জানান, অন্যদিনের মতো শিশুটিকে নিয়ে মা মানসুরা রাতে ঘুমান। রাতে কয়েকবার দুধও খায় শিশুটি। কিন্তু রাত তিনটার পর শিশুটির কোনো সাড়া-শব্দ না পেলে তার মা কান্নাকাটি শুরু করেন। মায়ের কান্নাকাটি শুনে পরিবারের অন্য সদস্যরা তার (শিশুটির মায়ের) ঘরে আসেন। এরপর শিশুটি মারা গেছে বলে সবাই বুঝতে পারেন। তবে শিশুটির মৃত্যুর বিষয়টিকে তার বাবার পরিবারের সদস্যরা রহস্যজনক বলে মনে করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়