মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

প্রকৃত মানুষ হতে হলে লেখাপড়ার বিকল্প নেই
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ৬আগস্ট শনিবার সকালে রূপসা উত্তর ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে হাজী আব্দুল আহাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শুধু শিক্ষিত হলে চলবে না প্রকৃত মানুষ হতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। আমাদের মধ্যে কোনো লোভ থাকা চলবে না। কারণ ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা। আমরা সেই জাতি যেই জাতি মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠায় নিজেদের রক্ত দিয়েছে।

তিনি বলেন, পড়ালেখা করে চাকুরি করাটাই আমাদের কাজ নয়। প্রতিটি শিক্ষার্থীকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি তাঁর নিজের জীবনের কথা তুলে ধরে বলেন, সততা ও লোভকে দূরে রেখে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গিয়েছি বলেই আজ আমি আমার সকল স্বপ্ন পূরণ করতে পেরেছি। যেমনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্যে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বলেই তাঁর স্বপ্নের সফল এই বাংলাদেশ।

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, শুধু মাদক নয় মোবাইল ফোনও আজ আসক্তির পর্যায়ে চলে গেছে। আমাদের এই আসক্তি থেকে বের হতে হবে। আমাদের মোবাইল ফোন আমাদের লেখাপড়ায় যতটুকু কাজে লাগবে, এর বাইরে একবিন্দুও কাছে রাখা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমার এই প্রতিষ্ঠিত হওয়ার কারণে পরিবার, সমাজ এবং দেশ উপকৃত হবে। তাই প্রকৃত মানুষ হতে হলে আমাদের লেখাপড়ার বিকল্প নেই। আর অবশ্যই যত বেশি সংখ্যক বই পড়তে হবে। কারণ একমাত্র বই আমাদের জ্ঞানার্জনের চোখ খুলে দেয়।

হাজী আব্দুল আহাদ কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী আব্দুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. মোঃ নূরুল আমিন চৌধুরী, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ এআর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল মোতালেব ও সাবেক প্রধান শিক্ষক ফজলুল করিম মাস্টার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির আহমেদ ও শামীম হাসানের যৌথ পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মাওঃ বাকি বিল্লাহ, অভিভাবক মোহাম্মদ হোসেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি মাকসুদুর রহমান।

আলোচনা শেষে আতিথিবৃন্দ জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, উপজেলা পর্যায়ে প্রাথমিক পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত এবং হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়