প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুরগী, পালগীরি ও নূরপুর কমিউনিটি ক্লিনিকে ৩টি নরমাল ডেলিভারী সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নরমাল ডেলিভারী সেন্টার উদ্বোধন করেন। এ সময় তিনি ৩টি কমিউনিটি সেন্টারের জন্য ডেলিভারী টেবিল, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, পরিষদের সকল সদস্য, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সাঈদ আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার প্রমুখ।