মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সাবেক এমপির নামে ফেসবুকে ভুয়া একাউন্ট ॥ থানায় জিডি
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভুয়া একাউন্ট ব্যবহারকারীর বিরুদ্ধে শামছুল হক ভূঁইয়ার পক্ষে ৬ আগস্ট শনিবার ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং ৩১৮) করেন সোহেল আহম্মেদ বাবু।

থানায় লিখিত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ভুয়া ওই একাউন্টির নাম “শামছুল হক ভূঁইয়া”। এই একাউন্ট থেকে বর্তমানে দেশে চলমান রাজনৈতিক অপ্রয়োজনীয় তথ্য প্রচার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গুজব ছড়ানো হলে বিষয়টি শামছুল হক ভূঁইয়াসহ তার রাজনৈতিক নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। উক্ত ভুয়া একাউন্টি যে কোনো সময় দেশের তথা সমাজের বড় ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে। তাই তিনি ওই একাউন্ট ব্যবহারকারীর বিরুদ্ধে প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার নিজের পরিচালিত ফেসবুকে একটি একাউন্ট রয়েছে, তা সম্পূর্ণ ইংরেজী ভাষা ব্যবহার করে চালিয়ে আসছি। এছাড়া আমি আর অন্য কোনো একাউন্ট পরিচালনার সাথে সম্পৃক্ত নেই।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়