প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভুয়া একাউন্ট ব্যবহারকারীর বিরুদ্ধে শামছুল হক ভূঁইয়ার পক্ষে ৬ আগস্ট শনিবার ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং ৩১৮) করেন সোহেল আহম্মেদ বাবু।
থানায় লিখিত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ভুয়া ওই একাউন্টির নাম “শামছুল হক ভূঁইয়া”। এই একাউন্ট থেকে বর্তমানে দেশে চলমান রাজনৈতিক অপ্রয়োজনীয় তথ্য প্রচার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গুজব ছড়ানো হলে বিষয়টি শামছুল হক ভূঁইয়াসহ তার রাজনৈতিক নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। উক্ত ভুয়া একাউন্টি যে কোনো সময় দেশের তথা সমাজের বড় ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে। তাই তিনি ওই একাউন্ট ব্যবহারকারীর বিরুদ্ধে প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার নিজের পরিচালিত ফেসবুকে একটি একাউন্ট রয়েছে, তা সম্পূর্ণ ইংরেজী ভাষা ব্যবহার করে চালিয়ে আসছি। এছাড়া আমি আর অন্য কোনো একাউন্ট পরিচালনার সাথে সম্পৃক্ত নেই।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।