প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের আলিম পাড়ার বাসিন্দা মরহুম অ্যাডঃ তাজুল ইসলামের স্ত্রী গতকাল শুক্রবার বিকেল ৬টা ৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। এশার নামাজের পর জনস্বাস্থ্য প্রকৌশল জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে হাজীগঞ্জের অলিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশারসহ অনেক মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, মরহুমা ছিলেন বৃটিশ-পাকিস্তান আমলে চাঁদপুরের প্রখ্যাত সামাজিক ব্যক্তিত্ব মরহুম সিরাজুল ইসলাম খান (মোক্তার) সাহেবের বড় ছেলে অ্যাডঃ তাজুল ইসলামের স্ত্রী এবং চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের বড় মামী।