প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের জন্যে এবং দেশের জন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও ব্যর্থতার কারণে এ সরকারকে জনগণ আর চায় না। অপরদিকে দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে দেশে জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টিকারী একটি রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে দেশে অরাজকতা সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে ফেলে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। তিনি চাঁদপুরের জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতীক, দেশের রাষ্ট্র পরিচালনায় সফলতার প্রতীক নাঙ্গল প্রতীকে রায় দেয়ার আহ্বান জানান।
এমরান হোসেন মিয়া গতকাল ৫ আগস্ট বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ পালকি কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখের পরিচালনায় সভায় জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা, পৌর শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে নবগঠিত কমিটির সভাপতি এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখকে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।