প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের বোন মনোয়ারা বেগম (৭৮) আর বেঁচে নেই। তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ৫ আগস্ট শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুমা হচ্ছেন মেসার্স রুশ-খুশ ট্রেডিং করপোরেশনের সত্ত্বাধিকারী মাহবুব আলম আখন্দ, পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম আখন্দ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম রাসেল আখন্দের মা।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, মরহুমার বড় ছেলে মাহবুব আলম আখন্দ। এতে ইমামতি করেন মরহুমার নাতি হাফেজ মাওঃ মোঃ হামিম পাটওয়ারী।
জানাজায় অংশ নেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর অ্যাডঃ মোঃ কবির হোসেন চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমার জানাজা বাদ মাগরিব চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোডস্থ আখন্দ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আখন্দ বাড়ি বাইতুল আমিন জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমার স্বামী মোঃ হযরত আলী আখন্দ ২০০৩ সালের ১ মে ইন্তেকাল করেছেন।