মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।

৫ আগস্ট শুক্রবার বাদ জুমা শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ বোরহান উদ্দিন। উপস্থিত ছিলেন পেশ ইমাম মাওলানা হাফেজ মোঃ আলমগীর হোসেন ও মোয়াজ্জিন মাওলানা মাহাদী হোসাইন।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন সরকার, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ কামাল হোসেন খান লালু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লা। এছাড়াও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়