মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলো দুই শতাধিক সাধারণ মানুষ
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়ায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাব্বি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ মিজি মামুন। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আরএমও ডাঃ কামরুল হাসান ও ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন। ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা ছাড়াও ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্যা সেবা প্রদান করা হয়। দু’শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ জানান, বিভিন্ন গ্রামের মানুষ বিশেষ করে যারা অসহায় ও দুঃস্থ তারা মারাত্মকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই লক্ষ্যে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্যে এই উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, সমাজসেবক খলিলুর রহমান ও কামাল হোসেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম চৌধুরী, হাসিব পাটোয়ারী, সাকিব পাটোয়ারী, রফিকুল ইসলাম রাফি, ইকবাল গাজী, নাঈমুল হাছান, কামরুল মোল্লা, মারুফ বিল্লাহ, জাকিয়া সুলতানা, হাছান আটিয়া, মোজাম্মেল হোসেন, হাসনাত গাজী, তাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়