মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার সভাপতি নূরে আলমকে পুলিশ কর্তৃক নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা।

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে বের হয়ে নতুনবাজার মোড়, হাজী মহসিন রোড হয়ে চিত্রলেখা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি করে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমকে হত্যা করেছে। আমরা এই নির্মম হত্যা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। অনতিবিলম্বে দোষী পুলিশদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে চাঁদপুর থেকেই এই সরকার পতন শুরু হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়