মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ০০:০০

পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এমরান হোসেন লিটন ॥

সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার অভিযোগ এনে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের গুলিবর্ষণ এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নূর আলমকে নির্বিচারে হত্যার প্রতিবাদে পুলিশি ব্যারিকেড ভেঙ্গে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডে খণ্ডে যুবদলের নেতা ও কর্মীরা এসে উপজেলা বিএনপি অফিসের সামনে এসে সমবেত হয়। পরে সেখান থেকে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় ফরিদগঞ্জ থানা পুলিশ কয়েকবার মিছিলে বাধা প্রদান করলেও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল চালিয়ে নেয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডঃ মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন মিয়াজি। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খান, জাকির হোসেন মোল্লা, মোঃ ফারুক খান, আমজাদ হোসেন শিপন শরীফ হোসেন তফাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ পাটওয়ারী, হিজবুল্লাহ পাটোয়ারী, গোলাপ শেখ, মাসুদ মাস্টার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়