প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০০:০০
ভোলায় স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল। ৩ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর শহরের নতুনবাজার বেগম মসজিদের সামনে থেকে যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, সালাউদ্দিন, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, জসিম মাতাব্বর, মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, আবদুল্লাহ আল মামুন, দফতর সম্পাদক মাসুদ পাটোয়ারী, সহ-দফতর সম্পাদক ইউসুফ মিয়াজী ও রাসেল খান পায়েল। উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, জিয়াউর রহমান টিটু, জুলহাস আহমেদ জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরন মাঝি, কাইয়ুম খান, মাহবুব মুন্না, জিয়া প্রধানিয়া, সুমন বেপারী, কামরুল ইসলাম সোহেল, সোহাগ খান, আলমগীর শেখ, আবু তাহের, সাইফুল মাল, আল-আমিনসহ আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ভোলায় গুলিতে নিহত আব্দুর রহিমের হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সেই সাথে সরকার পতনের আন্দোলনে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান। সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, সকল গুমণ্ডহত্যার প্রতিশোধ নিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে চাঁদপুরে যুবদলের সকল নেতা-কর্মী রাজপথে আছে। অবিলম্বে ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা রহিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় সুলতান সালাউদ্দিন টুকু ও মোনায়েম মুন্না যে যুব সমাবেশের ডাক দিয়েছেন, সেখান থেকে যে নির্দেশ আসবে চাঁদপুরে যুবদল সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে।
বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের জেলা, উপজেলা, পৌর ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।