মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০

কচুয়ায় আশেক আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
মেহেদী হাসান ॥

চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট প্রয়াত আশেক আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার গুলবাহার গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় প্রয়াত আশেক আলী খান ও তাঁর স্ত্রী সুলতানা বেগমের কবর জিয়ারত করা হয়। এছাড়া প্রয়াত সংসদ সদস্য মিসবাহ উদ্দিন খান, একুশে পদকপ্রাপ্ত ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ড. হেলাল উদ্দিন খান, ড. সামসুল আরেফিন, নুজহাত জাহাঙ্গীর, জাহান আরা খানের কবর জিয়ারত শেষে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ জামে মসজিদে সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান নূর ই আলম রিহাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ নাসির উদ্দীন প্রধান, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুক্তার খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হামিদ খানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ জনগণ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ-আলম জিহাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়