মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০

শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাণ্ড২০২২-এ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী ও সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া।

সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোঃ আক্তার হোসেন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সুস্মিতা রাণী দাস সেতু। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই, ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এ বছর কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক প্রভাষক সায়েম হোসেন, শ্রেষ্ঠ ছাত্র প্রতিম চন্দ্র দাস তনু, শ্রেষ্ঠ রোভার স্কাউট আবদুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ রোভার স্কাউট দল সূচীপাড়া ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ মেহের ডিগ্রি কলেজ বিজয়ী হয়। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, কারিগরি শাখায় নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন নির্বাচিত হন। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ মহসিন মিয়া ও কারিগরি শাখায় নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গুলশান আরা, শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সারাহ শামস নির্বাচিত হন। অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে বিজয়ীরা ফটোসেশনে মিলিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়