প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দারুল উলুম কাসেমিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ ওসমান গনি (রহঃ)-এর মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট সোমবার কওমী যুব সংগঠনের আয়োজনে বাদ মাগরিব চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডস্থ বাইতুস সালাত ঢালী মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কওমী সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ লিয়াকত হোসাইন। আরো বক্তব্য রাখেন ঢাকা বাংলামটর জামে মসজিদের সাবেক খতিব মাওঃ মোহাম্মদ উল্লাহ, বিপণীবাগ আলী ইবনে আবি তালিব (রাঃ) মাদ্রাসার মোহতামিম মাওঃ মোস্তফা আল হাসান, বাইতুস সালাত ঢালী মসজিদে মাওঃ মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
জেলা কওমি যুব সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাইফুদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কওমি যুব সংগঠনের সভাপতি হাফেজ মোঃ আবুল হাসানাত, সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, হাফেজ মোঃ হেলাল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মোঃ তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেকে এলাহী, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও বিষ্ণুদী উত্তর মহল্লা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক ঢালী, মরহুম মাওঃ ওসমানের বড়ভাই জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা মোঃ ইকবাল হোসেন, মুফতি মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডস্থ দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া ও মহিলা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওসমান গনি (৩৬) ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা স্কায়ার হাসপাতালে ডায়াবেটিস ও পিত্তথলি রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজেউন)।