প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের গুয়াখোলা বেপারী বাড়ি নিবাসী পুরাণবাজারের ব্যবসায়ী পাক ফার্মেসির মালিক মরহুম ডাঃ সামছুল হক সিদ্দিকীর ছেলে মিজানুর রহমান ছিদ্দিকী রোববার দিবাগত রাত পৌনে ১২টার সময় নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী বিএম হারুনুর রশীদ ও উত্তর শ্রীরামদী সপ্রাবির সাবেক প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী এবং পাক ফার্মেসির বর্তমান মালিক কবি বিএম ওমর ফারুকের ছোট ভাই।
সোমবার বাদ জোহর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।