মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০

সেপ্টেম্বরের মধ্যে সম্মেলন আয়োজনের পরামর্শ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বর্ধিত সভার উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল মোতালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ জানান, প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের আয়োজনের জন্যে জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি পরামর্শ প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়