প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০
দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার এবং প্রধান সম্পাদক কাজী শাহাদাতের বড় ভায়রার ছেলে, ডেলটা লাইফ ইনসিওরেন্সের গণগ্রামীণ বীমার জুনিয়র এক্সিকিউটিভ অফিসার (জেইও) হিসেবে চাঁদপুর জক অফিসে কর্মরত থাকা আলহাজ্ব কামরুল আহসান ঝিলামের আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
কামরুল আহসান ঝিলাম মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তিনি ১৯৭১ সালের ১৫ এপ্রিল পিরোজপুর জেলা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবু আহম্মেদ আব্দুল্লাহ ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এবং মা হাসিনা আজিজ ছিলেন পিটিআইর শিক্ষক। তার তৃতীয় খালাম্মা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ।
ঝিলাম ১৯৯৭ সালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের চাকুরিতে যোগদান করেন। তিনি গণগ্রামীন বীমা চাঁদপুর জোন অপারেশন সেন্টার (জক)-এ বদলি হয়ে আসার পর চাঁদপুর শহরে বসবাস শুরু করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।