মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক

গত ২৬ জুলাই দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠার ৩য় ও ৪র্থ কলামে ‘বিষ্ণুদীতে মসজিদে ইমামের ওপর হামলা ॥ বিভিন্ন মহলের নিন্দা’ এবং ২৭ জুলাই একই পত্রিকার শেষ পৃষ্ঠার ১ম ও ২য় কলামে ‘বিষ্ণুদীতে মসজিদের ইমামের ওপর হামলাকারী বাপ-ছেলেকে খুঁজছে পুলিশ’ প্রকাশিত শীর্ষক সংবাদগুলো আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদে আমাকে এবং আমার ছেলে ও পরিবারের সদস্যদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। এটি পরিকল্পিত ঘটনা এবং মহল বিশেষের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা।

প্রকাশিত সংবাদ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে-বিষ্ণুদী রোডস্থ ঈমানিয়া জামে মসজিদের যে সম্পত্তি, তা আমাদের দানীয় সম্পত্তি। ১৯৮৫ সালের ৫ মে ৪১৫৯ নং দানপত্র দলিল মূলে আমার পিতা মোঃ ফজলুল হক মৃধা বিষ্ণুদী ঈমানিয়া জামে মসজিদের জন্যে এই সম্পত্তি দান করেন। মসজিদের দানকৃত সম্পত্তি এবং আমাদের পৈত্রিক বাড়ির সীমানা একই দাগে বিদ্যমান। সম্পত্তি দানের পর আমরা মসজিদ কমিটিকে মসজিদের সম্পত্তিকে সীমানা করে নেয়ার জন্যে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও মসজিদ কমিটি কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে উক্ত সম্পত্তি সীমানা করে না নিয়ে বরং বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে।

অপরদিকে মসজিদ কমিটির বর্তমান সিনিয়র সহ-সভাপতি আঃ মান্নান চৌকিদার, সাধারণ সম্পাদক আবুল হাসেম চৌকিদার ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খানদের সাথে পূর্ব থেকেই আমাদের সম্পত্তিগত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এটাকে পুঁজি করেই সেদিনকার ঘটনা। ঘটনার দিন ইমাম সাহেবের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্বের সম্পত্তিগত ঘটনার রেশ টেনে একটি পক্ষ গুজব ছড়িয়ে আমাদের উপর হামলা চালায়। সে হামলায় ইমাম সাহেব আহত হন। এটিকে গুজবে পরিণত করে এবং ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা আমার বাড়ির মূল গেট ভেঙ্গে আমার ও আমার ভাইদের বাসা-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। শুধু তাই নয়, আমাকে, আমার ছেলে মেহেদী হাসান, আমার ভাই মোজাফ্ফর মৃধা, রমজান মৃধা ও তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে এবং হামলা চালিয়ে বাসা-বাড়ি ব্যাপক ভাংচুর করে। এমনকি পরিবারের আহত সদস্যদের হাসপাতালে চিকিৎসা নিতে আসতেও দেয়া হয়নি। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে দুষ্টচক্র মানবতাকে লুন্ঠিত করেছে। মামলা করে আমাদের পরিবারের সদস্যদের হয়রানি করছে। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মহলটি আমাদের হয়রানি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার জন্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা মুসলমান এবং ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা আমাদের রয়েছে।

অতএব প্রকাশিত উক্ত সংবাদদ্বয়ের সাথে আমি এবং আমার পরিবারের কোনো সদস্য জড়িত নয়। তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পরিবারের পক্ষে-

মোঃ মজিবুর রহমান দুলাল মৃধা

বিষ্ণুদী রোড, চাঁদপুর।

জিডি ৫৯৫/২২

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়