মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

শুধু যে বিদ্যুৎ-গ্যাস নেই তা কিন্তু নয়, সাংবিধানিক অধিকারও নেই
মিজানুর রহমান ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারের লুটপাট আর দুর্নীতির কারণে দেশে আজ বিদ্যুতের অবস্থা ভয়াবহ। অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়ছে। ঘন ঘন লোডশেডিং দিয়ে জনগণকে নানাবিধ সমস্যার মধ্যে রেখেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির চাপে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, আজকে যে শুধু বিদ্যুৎ নেই, গ্যাস নেই তা কিন্তু নয়। দেশে আমার সাংবিধানিক অধিকার নেই, মৌলিক অধিকার নেই, আইনের শাসন নেই। রাষ্ট্র যখন অন্যায় অনাচার করে, তখন সেই শোষকের বিরুদ্ধে কথা বলা আমার সাংবিধানিক অধিকার। সেই কথা বলতে গেলে আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, সেই পুলিশ বাহিনী আমাদের গুলি করে হত্যা করে।

ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমকে গুলি করে নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আজকের সমাবেশ থেকে। তিনি গতকাল ৩১ জুলাই রোববার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা ২০১৪-এর নির্বাচন দেখেছি, ২০১৮ সালের নির্বাচনও দেখেছি। সেই নির্বাচনকে ঘিরে যারা তৃপ্তির ঢেকুর গিলতে পারেন তাদের উদ্দেশ্যে বলছি-আগামী জাতীয় সংসদ নির্বাচন তখনই অনুষ্ঠিত হবে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অংশগ্রহণ করবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তার আগে শেখ হাসিনার অধীনে বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এজন্যে তিনি দলীয় নেতা-কর্মীদের আগামীর তত্ত্বাবধায়ক সরকারের এক দফা ও হাসিনা বিরোধী আন্দোলনের দাবিতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

‘আওয়ামী সরকারের কারণে দেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, সীমাহীন দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনে সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কো-অপারেটিভ ব্যাংকের সামনে সড়কে খোলা ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ করে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।

জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর পাটওয়ারী, হুমায়ুন কবির প্রধান (কচুয়া), জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়াল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী।

এছাড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে অন্য বক্তারা বলেন, এই সরকারই শেষ সরকার নয়। সরকারের সময়ও ফুরিয়ে এসেছে। লোডশেডিংয়ের যন্ত্রণায় আওয়ামী লীগ নেতারাও এখন শেখ হাসিনাকে ভালো চোখে দেখছে না। তারা বলেন, এই সরকার চাল নিয়ে চালবাজি করেছে। এখন আবার তেল নিয়ে তেলবাজি শুরু করেছে। এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নেতৃবৃন্দ বলেন, বিএনপি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। শান্তিপূর্ণ সমাবেশ করতে বদ্ধপরিকর। আগামীদিনে এক দফার আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে। সমাবেশ শুরুর আগে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে।

বিকেল সাড়ে তিনটায় সমাবেশ শুরু হয় এবং পৌনে পাঁচটার মধ্যে শেষ করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে ঘিরে কোথাও কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি।

সমাবেশ চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাঃ আব্দুর রশিদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সতর্ক অবস্থায় ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়