প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুরের প্রতিভাবান সাংবাদিক, লেখক, নাট্যাভিনেতা অজিত কুমার মুকুলের আজ ১ আগস্ট সোমবার ৩১তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে পারিবারিকভাবে প্রার্থনা করা হবে। ১৯৯১ সালের ১ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জাতীয় দৈনিক সংবাদের চাঁদপুরের নিজস্ব সংবাদদাতা ছিলেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য এবং চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি সাপ্তাহিক রূপসী চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কুমিল্লা ল’ কলেজে অধ্যয়নরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।