মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটি গঠন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গত ২৯ জুলাই পুরাণবাজারস্থ শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির সম্মেলন কক্ষে এক সভার মাধ্যমে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি কর্তৃক রিপন কুমার সাহাকে সভাপতি, সুমন অধিকারীকে সাধারণ সম্পাদক, লক্ষ্মণ সাহাকে সাংগঠনিক সম্পাদক, সম্পা দত্তগুপ্তকে প্রধান সমন্বয়কারী ও ডাঃ দিলিপ সাহাকে দপ্তর সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সে আলোকে চাঁদপুর জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

প্রথম অধিবেশনে সিনিয়র সহ-সভাপতি জীবন মজুমদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ চন্দ্র দাস এবং দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সভাপতি রিপন কুমার সাহার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন অধিকারী।

সভার শুরুতে প্রচার সম্পাদক দীপ্ত ঘোষ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন এবং কোষাধ্যক্ষ সিমান্ত সাহা বিগত দিনের হিসাব পেশ করেন। সভায় জেলা ফোরাম কর্তৃক পরিচালিত ১৮টি গীতা নিকেতন এবং অপেক্ষমান গীতা নিকেতন উদ্বোধন নিয়ে আলোচনা করা হয়।

সভায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অনুপ দে চাকী, শ্যামল চন্দ্র দাস, মানিক সরকার, রুবেল সরকার, ডাঃ দিলিপ সাহা, সিমান্ত সাহা, অপু অধিকারী, লক্ষ্মণ সাহা, সুজিত দেবনাথ, দীপ্ত ঘোষ, পঙ্কজ চন্দ্র দাস, শম্পা দত্তগুপ্ত, সুমন অধিকারী এবং নবাগত সারথি কৃষ্ণা রাণী নন্দী ও আশিষ কুমার মালাকার। বক্তাগণ মাতৃশক্তি ফোরামের প্রয়াত উপদেষ্টা এবং জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহার সহধর্মিণী কৃষ্ণা রাণী সাহার জীবিতকালীন মাতৃময় হয়ে সেবার কথা আলোকপাত করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সভার সভাপতি রিপন কুমার সাহা জেলা ফোরামের আগামীদিনের কার্যাবলি নিয়ে দিকনির্দেশনা প্রদান এবং সকলকে গীতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান ও সকলকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য প্রদান করেন।

সবশেষে জেলা ফোরামের প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহার বিগত দিনের সহযোগিতা এবং অনুপ্রেরণার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সভাপতি রিপন কুমার সাহা সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়