সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

মসজিদের ইমাম আবু ইউসুফ খানের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী গ্রামের ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আবু ইউসুফ খানের ওপর অতর্কিত হামলাকারীদের শাস্তির দাবিতে জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ জুলাই রোববার সকাল ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ-গরীবা কমপ্লেক্সের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীরা হলেন ওই মসজিদের মুসল্লি মজিবুর রহমান দুলাল মৃধা ও তার পুত্র মেহেদী হাসান।

জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ওবাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুরাণবাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হোসেন কাসেমী, হাফেজ মাওঃ আব্দুর রশিদ, বিষ্ণুদী বাইতুস সালাত ঢালী মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওঃ তারেক হাসান ও সদস্য হাফেজ মাওঃ আশেক এলাহী, ঈমানিয়া জামে মসজিদ কমিটির উপদেষ্টা এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

বিষ্ণুদী জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ নূরে আলমের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ হাবিবুর রহমান। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ। মানববন্ধনে অংশ নেন চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিষ্ণুদী গ্রামের এলাকাবাসী ও মসজিদের মুসল্লিগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আলেম, মসজিদের ইমাম। আমরা মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করি। আমরা কারো সাথে হানাহানি, ঝগড়া পছন্দ করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ। তারা আরো বলেন, একজন নিরাপরাধ ইমামের ওপর অতর্কিত হামলা বরদাস্ত করা যায় না। আমরা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী গ্রামের ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আবু ইউসুফ খানের ওপর ওই মসজিদের মুসল্লি মজিবুর রহমান দুলাল মৃধা ও তার ছেলে মেহেদী হাসান অতর্কিত হামলা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়