মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

আজ কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
মোহাম্মদ মহিউদ্দিন ॥

আজ ১ আগস্ট কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন পর এ বর্ধিত সভার আয়োজন করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আজ সোমবার সকাল ১০টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় ১৫ আগস্টের আলোচনা ছাড়াও আগামী দিনের উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ হতে পারে বলে গুঞ্জন চলছে।

উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বর্ধিত সভার উদ্বোধক জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। বর্ধিত সভার প্রধান বক্তা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। সভায় সভাপতিত্ব করবেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আইয়ুব আলী পাটওয়ারী। সভা সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।

সভায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়