সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০০:০০

শোক ও সঙ্কট উত্তরণের আগস্ট

পীযূষ কান্তি বড়ুয়া

শোক ও সঙ্কট উত্তরণের আগস্ট
অনলাইন ডেস্ক

চেতনার অনির্বাণ আলোকবর্তিকায় পথ পরিক্রম করে বাঙালির দুয়ারে শোককে শক্তির আধারে পরিণত করার প্রত্যয় নিয়ে আবারো আগস্টের আবির্ভাব। বাঙালি জীবনে আগস্ট এক অভিশপ্ত সরীসৃপের মতো। মাসের চেয়ে দুর্বহ মিথের মধ্যেই আগস্টের মর্মবেদনা লুকিয়ে আছে। আজ হতে আটচল্লিশ বছর আগেও বাঙালির কাছে আগস্ট ছিল নিছক একত্রিশ দিনে ভরভরান্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অষ্টম মাসের নাম। কিন্তু আজ, পঁচাত্তরের ভয়াবহতার পর, আগস্ট পরিণত হয়েছে এক রোদনভরা অনন্ত রাতের আখ্যানে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের মাস আগস্ট। আগস্ট আমাদের কাছে রক্তমাখা শেষ শ্রাবণের অভিশপ্ত প্রতিচ্ছবি। আগস্ট মানেই সিঁড়ির শয্যা, আগস্ট মানেই পবিত্র রক্তের স্রোতে জাতির অনির্বাণ বিলাপের সুর। পৃথিবীর ইতিহাসে আগস্টের চেয়ে বড় কোনো খুনি মাসের অস্তিত্ব নেই বললেই চলে। আগস্ট বর্ষপঞ্জিতে এক ভয়ঙ্কর আততায়ী মাস। আগস্ট মানেই পিতার বুকের রক্তে ধুয়ে যাওয়া পুত্রের পাপ।

এবার যে সময়ে আগস্ট এসেছে জীবনের প্রপঞ্চে, সে সময় ধরিত্রী নিজেই ভুগে চলেছে তীব্র অস্থিরতার সঙ্কটে। করোনা মহামারি ও মহাশক্তির অকারণ রণের এই মহাদুর্যোগে আগস্ট এসেছে যুগপৎ শোক ও শক্তির বারতা নিয়ে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে, জনকের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে আগস্ট এসেছে পিতৃঘাতক বাংলাদেশের হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়ে দিতে। এশিয়া-ইউরোপ-আমেরিকার রণকৃত্যে জ্বালানি সংকটের সন্ত্রস্ত সময়ের মাঝে আগস্টের পদধ্বনি বাঙালিকে স্মরণ করিয়ে দেয় অবিস্মরণীয় সেই বেদনার কথা।

হাজার বছর একটা জাতিকে প্রতীক্ষায় থাকতে হয়েছিল একজন ত্রাতার আবির্ভাবের জন্যে। 'আপনা মাসে হরিণা বৈরি'র মতো নিজের অমূল্য রত্ন ভাণ্ডারই হয়ে ওঠে এ বঙ্গভূমির দুর্দশার কারণ। আজও তার মাটিতে মিশে আছে লুটেরা, বর্গী, জলদস্যু আর হার্মাদের আক্রমণের ইতিহাস। সেই শোষণের, সেই বঞ্চনার হাত থেকে যে ত্রাতা উদ্ধার করে বাঙালিকে এনে দিল মুক্তির লাল সূর্য, আগস্ট তাকেই কেড়ে নিলো বিপথগামী কিছু উচ্চাভিলাষী কুলাঙ্গারের অপকর্মে। আগস্ট তাই কেবল জাতির পিতা হারানোর মাসই নয়, আগস্ট পিতৃহন্তারক পাপীদের মুখোশ উন্মোচনেরও মাস। ঊনিশশো পঁচাত্তরের আগস্ট আর দুহাজার বাইশের আগস্ট এক নয়। সুবর্ণজয়ন্তী পার করা,পদ্মাসেতু দিয়ে বিশ্বজয় করা সময়ের এ আগস্টে জাতির পিতার দুহিতার নেতৃত্বে পৃথিবীর বুকে এক মহাবিস্ময় বাংলাদেশ। আজকের আগস্ট সকল আতঙ্ক আর ভয়কে পাশ কাটিয়ে শক্তি ও শৌর্যের প্রতীকরূপে আগামীকালের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। এবারের আগস্ট অদৃশ্য করোনামুক্তির দৃপ্ত অঙ্গীকারের মাস, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে জ্বালানি-সঙ্কট মোকাবেলার মাস। এবারের আগস্ট স্বল্পতম সময়ে পদ্মা পাড়ি দিয়ে এগিয়ে যাওয়ার মাস। এবারের আগস্ট আপনার-আমার সবার মুখে করোনাবিরোধী মাস্ক পরিধানের মাস। জাতির পিতার শাহাদাতবার্ষিকীর এই আগস্টই হয়ে উঠুক আমাদের সঙ্কট মুক্তির প্রেরণা। আগস্ট আমাদের শিক্ষা নেয়ার মাস, আগস্ট আমাদের জাগ্রত হওয়ার মাস। এই আগস্টেই আমরা যেন জেগে উঠি সকল অপচয়ের অশোভন আচরণকে পরিহার করে। আগস্ট হোক শান্তির, আগস্ট হোক প্রগতিময়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়