প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩০ জুলাই একাডেমীর অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ তাঁর আলোচনায় বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সাম্প্রতিক সময় ভাষাগত দক্ষ জনগোষ্ঠী তৈরির উদ্দেশ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা হবে। এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রাথমিকভাবে ইংরেজি, আরবি, জাপানিজ, বাংলা (উচ্চারণ) ভাষাগুলো শেখানো হবে।
একাডেমীর শিক্ষার্থীদের ও অভিভাবকগণের আগ্রহের প্রেক্ষিতে স্বল্প সময়ের মধ্যে উক্ত ক্লাবটি গঠনের লক্ষ্যে বেশ কটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বৈঠকগুলোতে একাডেমীর অধ্যক্ষ, এলাডেমীর সকল শাখার ইনচার্জ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একাডেমীর সূত্রে জানা যায়, শীঘ্রই উক্ত ক্লাবটি আত্মপ্রকাশ করবে।
গতকালের সভায় উপস্থিত ছিলেন ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভিন, গুণরাজদী শাখার ইনচার্জ ফারহানা আক্তারসহ অন্য শিক্ষকবৃন্দ।