মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে অসহায় পরিবারের সম্পত্তি দখল ও মামলা হয়রানির অভিযোগে আটক ১
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নে এক অসহায় পরিবারের সম্পত্তি দখল ও একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আদালতে মামলায় হেরে গিয়েও ৩০ জুলাই শনিবার জোরপূর্বক ওই পরিবারের সম্পাত্তি দখলের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং মামলা সূত্রে জানা যায়, ৩নং সুবিদপুর ইউনিয়নের তেলিসাইর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল মুমিন ও মনির হোসেন মামলাবাজ এবং ভূমিদস্যু প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্নভাবে মৃত জালাল উদ্দিন বেপারীর অসহায় পরিবারের সম্পত্তি দখলের চেষ্টায় বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করে আসছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে একাধিক মামলায় হেরে গেলে শুরু হয় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড।

আদালতে নিষেধাজ্ঞার মামলা চলমান থাকা অবস্থায় সিরাজুল ইসলাম গং বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে একই গ্রামের মৃত জালাল উদ্দিন বেপারীর ছেলে আবুল কালাম, মনির হোসেন ও তাদের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে। দেশীয় অস্ত্রশস্ত্রসহ সন্ত্রাসীদের নিয়ে এসে জোরপূর্বক মৃত জালাল উদ্দিন বেপারীর পরিবারের সম্পত্তিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও গালমন্দ করতে থাকে। পরবর্তীতে জালাল উদ্দিন বেপারীর ছেলে আবুল কালাম ও মনির হোসেন ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই রুবেল ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সিরাজুল ইসলাম গং আদালত ও পুলিশের নির্দেশনা অমান্য করে পুনরায় জোরপূর্বক কাজ করতে থাকলে গতকাল ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল এসে কাজ বন্ধ করে দিয়ে সিরাজুল ইসলামকে আটক করে নিয়ে যায়।

মামলা সূত্রে জানা যায়, মৃত জালাল উদ্দিন বেপারী ১৯৭০ সন থেকে বিভিন্ন সময়ে চারটি দলিলের মাধ্যমে ৩ একর ২৩ শতাংশ সম্পত্তি খরিদ করে। জালাল উদ্দিন বেপারী মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা অসহায় হয়ে পড়ে। সিরাজুল ইসলাম গং পেশিশক্তি ব্যবহার করে মৃত জালাল উদ্দিনের প্রায় ১ একর ১৮ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় এবং একাধিকবার মামলা দিয়ে ওই পরিবারকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটি মামলায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে সিরাজুল ইসলাম গংয়ের বিরুদ্ধে রায় হয়। মামলায় হেরে যাওয়ায় এখন তারা সম্পত্তি দখলে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

ভুক্তভোগী অসহায় পরিবারটি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যেতে যেতে ক্লান্ত প্রায়। একটি মামলার রায় পেলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দাঁড় করায় সিরাজুল ইসলাম গং। এলাকায় বহুবার সালিস মীমাংসার মাধ্যমেও তারা থামছে না। অসহায় পরিবারটি তাদের বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করতে না পারলেও একটু শান্তিতে বসবাস করতে চায়। তারা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সুদৃষ্টি কামনা করছে। জিডি ৫৯০/২২

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়