মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির অভিষেক
বাদল মজুমদার ॥

চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ রসুইঘর চাইনিজ রেস্তোরাঁয় এ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, এক সময় শহরের হাজী মহসিন রোড এলাকায় হার্ডওয়্যার ব্যবসায়ীদের প্রতিষ্ঠান দেখা যেতো। যুগের পরিবর্তনে এখন সারা শহরে বিভিন্ন সড়কের পাশে হার্ডওয়্যার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে-এটা ভালো দিক। তিনি আরো বলেন, ব্যবসায়ী হলে হবে না, যেহেতু হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি নাম দেয়া হয়েছে, সে কারণেই শুধুমাত্র হার্ডওয়্যার ব্যবসায়ীরা এই সংগঠনটির সদস্য হবেন। সংগঠনটিতে কিছুটা বিভক্তি দেখা দিয়েছে। আমরা চাই বিভক্তি নয়, সংঘবদ্ধ ও একতাবদ্ধ থাকা। বিরোধ এমন পর্যায় নেয়া যাবে না যেখান থেকে ফিরে আসা যাবে না। হার্ডওয়্যার ব্যবসায়ীদের এক এবং অভিন্ন হতে হবে। সংগঠনে ভুল বুঝাবুঝি হলে তা সংগঠনের সদস্যদের নিয়ে বসে সমাধান করে নেয়া ভালো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একতা সমিতির মূল লক্ষ্য, একতা বিনষ্ট করা যাবে না। একসাথে থেকে সকলপ্রকার ভালো কাজ করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা আজাদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় অফিস থেকে নিবন্ধিত সংগঠন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি। এই নামে দ্বিতীয় অন্য কোনো সংগঠন করা যাবে না। যদি একই নাম দিয়ে অন্য আরো একটি সংগঠন করে, তাহলে সেই সংগঠনকে নিবন্ধিত করা যাবে না। বরং সেই সংগঠনের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়া যেতে পারে। সেক্ষেত্রে সমবায়ী কর্মকর্তারা সর্বক্ষেত্রে নিবন্ধিত সমিতির পাশে থাকবে।

উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল পাটওয়ারী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ সোয়েব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক এমএ হান্নান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়