প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোলাপ খাঁ বাড়িতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩০ জুলাই শনিবার সকাল সাড়ে ৭টায় সংঘটিত এ অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরের ভেতরের সকল কিছু পুড়ে গেছে। ঘরে থাকা গোলার ধান, পাট, খাট, বই ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
ঘরের মালিক নজরুল ইসলাম নজু জানান, আমি প্রতিদিনের মতো দোকানে নাস্তা খাওয়ার জন্যে যাই। হঠাৎ ডাক-চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখতে পাই, আমার বসতঘরে থাকা সকল কিছু পুড়ে গেছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়। আমি একজন দিনমজুর। এ ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে আমার। আমার স্কুল পড়ুয়া ছেলেদের বই-খাতাগুলোও পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, সকালে আমরা ডাক-চিৎকার শুনে গিয়ে অগ্নিকাণ্ড দেখে নিজেরাই পানি উঠিয়ে আগুন নিভিয়ে ফেলি। কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এতে ৪ লাখ টাকার ক্ষতি হয়।