মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০

৪৪৮ জনকে ২ কোটি ৫০ লাখ টাকার চেক প্রদান
আলমগীর কবির ॥

যুবধারা বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর আমানত গ্রাহকদের মাঝে মূলধন ও লাভসহ চেক বিতরণ করা হয়। গত ২৯ জুলাই রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মধ্য দিয়ে চেক বিতরণ ও অনুষ্ঠানের অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমিতির সভাপতি এমএ নাফের শাহ-এর সভাপতিত্বে ও ইনচার্জ মোঃ শাহ পরান মজুমদারের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সার্বিক গ্রামউন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলম তালুকদার। সমবায় সমিতির প্রয়োজনীয়তা ও সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধকরণ বিষয়ে বক্তব্য রাখেন সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুলহাস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ গোলামুর রহমান, শাহরাস্তি উপজেলা সমবায় অফিসার মোঃ মোতালেব হোসেন, যুবধারা পরিচালক মোঃ সরওয়ার আলম মজুমদার, মোঃ আলাউদ্দিন তুরুন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ আল আমিন। এ সময় যুবধারা বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর চাঁদপুর, বাবুরহাট, বাকিলা ও রাজারগাঁও অফিসের কর্মকর্তাণ্ডকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৪৪৮ জনের হাতে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা চেক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়