প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুরে আগামীকাল ৩১ জুলাই রোববার সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে জেলা বিএনপি। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নেতা-কর্মীদের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে। সমাবেশে সভাপতিত্ব করিবেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
উক্ত কর্মসূচি সফল করার জন্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির প্রস্তুতি সভা করা হয়। সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতা হাজী মোশারফ হোসেন, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।