সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০

নারীদেরকে অধিকার বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় তিনি বলেন, নারী-পুরুষের সমতার ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকরও বেশি নারী। নারীদেরকে অধিকার বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার নারী ও পুরুষকে সমজ্ঞান করে। তাদের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চায়। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদেরকে পুরুষের সমমর্যাদায় নিয়ে আসার জন্যে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে কাজ করতে হবে। মায়েরা যেন উপযুক্ত স্বাস্থ্য সেবা পায় সে লক্ষ্যে হাসপাতাল ও ক্লিনিকে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে গর্ভবতী নারীদেরকে সচেতন করে হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে এসে চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই সরকারের নেয়া উন্নয়ন কর্মকাণ্ডের সাথে নারীদেরকে সম্পৃক্ত করতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা শহীদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজল রেখার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা খানম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রত্না, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, কড়ইয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার, সহদেবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগম, উত্তর কচুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়