প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকায় ও একজনের বাড়ি চাঁদপুর সদরে। নিহতরা হলেন : ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া পাটওয়ারী বাড়ির করিম পাটওয়ারীর পুত্র মাসুদ পাটওয়ারী (৫০) ও একই বাড়ির কাদির পাটওয়ারীর পুত্র লিটন হাজারী এবং চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণসাখুয়া গ্রামের রিপন গাজী।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল চাঁদপুর সদর মডেল থানায় হওয়ায় উক্ত থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। নিহতদের লাশ আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।
জানা যায়, রাতে ফরিদগঞ্জ থেকে অটোরিকশাযোগে তিনজন যাত্রী চাঁদপুরের দিকে আসছিলো। বাঘড়া বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাস-বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে অপর দুজন মারা যান। অটোরিকশা চালক খোরশেদ হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, বাগড়া বাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।