প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০
হাইমচরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তার ওপর সহপাঠীদের সামনে ইটের আঘাতে গুরুতর আহত হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আক্তার (১৬)। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। ২৬ জুলাই মঙ্গলবার উপজেলার উত্তর আলগী গ্রামের ছৈয়াল মোড় (মসজিদ বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উত্তর আলগী গ্রামের বাসিন্দা আলমগীর পাটওয়ারীর মেয়ে নুসরাত আক্তার (১৬) দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় বাড়ি হতে স্কুলে যাওয়ার পথে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছৈয়াল মোড় (মসজিদ বাড়ি) সিরাজ পাটওয়ারী স’ মিল সংলগ্ন সড়কে মহজমপুর এলাকার বখাটে যুবক হাবিব তালুকদার (২৫) ও তার সহযোগীরা মিলে ছাত্রীকে অশ্লীল ভাষায় কথা বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। এ সময় শিক্ষার্থী রাজি না হয়ে প্রতিবাদ করায় বখাটে পাশে থাকা কাঠের টুকরো ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতসহ মাথায় জখম হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগণ বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিয়েছে।
আহত শিক্ষার্থী নুসরাত আক্তার বলেন, আমি প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেই। রাস্তায় আমাকে প্রায় সময় হাবিব, আলআমিনসহ ৫-৬ জন বিরক্ত করে। আমাকে কুপ্রস্তাব দিলে আমি রাজি হই না, তাদের প্রতিবাদ করি। একপর্যায়ে আমাকে চড়, থাপ্পড় মারতে থাকে। পরে কাঠ ও ইট দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। এতে আমার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, বখাটে কর্তৃক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আটক করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।