প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। গতকাল ২৬ জুলাই মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাগ্য লক্ষ্মী এন্টারপ্রাইজকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে আদর স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
পাশাপাশি ইলেকট্রনিক্স সামগ্রী চার্জার ফ্যানের দাম অতিরিক্ত রাখা হচ্ছে কিনা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয়েছে।
পুরাণবাজারে দুটি ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পুরাণ বাজার ফাঁড়ির ফোর্স বাজার তদারকিতে সহযোগিতা করে।
এদিকে আগের দিন ২৫ জুলাই চাঁদপুর সদরের কালীবাড়ি এলাকায় বাজার তদারকি অভিযান করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অপরাধ প্রমাণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক আবির ইলেক্ট্রনিক্সকে ১৫ হাজার টাকা এবং নূর ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে আরো ৩টি প্রতিষ্ঠানকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।