সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আধুনিক পৌরসভা গড়ে তুলবো
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার হলরুমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ২৫ জুলাই সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবুল খায়ের পাটওয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করছেন, তার ছোঁয়া এই পৌরসভাতেও লাগবে। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। তাই আমি আমার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফরিদগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে আধুনিক পৌরসভা হিসেবে উপহার দিয়ে যাবো। আমি আওয়ামী লীগ মনোনীত মেয়র, তাই সরকারের বরাদ্দকৃত যে অর্থ আসবে এবং পৌরকর নিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বিগত দিনে এই পৌরসভাতে তেমন উন্নয়ন না হলেও আমরা প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত করেছি। এখন পৌরসভার চিহ্নিত সমস্যাগুলো সমাধানকল্পে সকলে সমন্বয় করে আলোচনার মাধ্যমে কাজ করতে হবে। পৌরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, পৌরসভার প্রতিটি রাস্তা প্রশস্তকরণ, কাঁচারাস্তাগুলোও পাকা করা হবে। পৌর নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, ড্রেনেজ ব্যবস্থাসহ সবধরনের উন্নয়ন করে এ পৌরসভাকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাবো।

সভায় পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান, কোষাধ্যক্ষ গিয়াসউদ্দিন, প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়