সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০

রেলওয়ের মোলহেড এমন সুন্দর করা হবে যেখানে আসলে মন ভরে যাবে
মিজানুর রহমান ॥

চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন, কয়লাঘাট ও শহর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। ২৬ জুলাই বেলা সাড়ে বারোটায় চাঁদপুর সফরে আসেন তিনি। এ সময় লঞ্চঘাট যান এবং বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএইচএম ফরহাদউজ্জামানের সাথে সমন্বয় করে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ প্রকল্পের রাস্তা প্রশস্তকরণে জায়গা পরিদর্শন করেন। লঞ্চঘাটে প্রবেশ ও বাইরের দুটি রাস্তাই রেলওয়ের। চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ প্রকল্পে এ দুটি রাস্তার দুই পাশ বাড়ানো হবে। সেই জায়গাগুলো হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে রেলওয়ে এবং বিআইডব্লিউটিএ’র এই দুই কর্মকর্তা লঞ্চঘাট এলাকার রাস্তা পরির্শন করেন। পরে রেলওয়ের জিএম বড়স্টেশন ও শহর রক্ষাবাঁধের মোলহেড পর্যবেক্ষণ করেন।

রেলের জিএম মোঃ জাহাঙ্গীর হোসেন চাঁদপুর কণ্ঠকে বলেন, আজকে আমরা আসলাম চাঁদপুর স্টেশন দেখতে। আর বিআইডব্লিউটিএ’র যে স্থাপনা হবে সেখানকার রাস্তা প্রশস্তকরণ জায়গাটি দেখে আসলাম। এছাড়া কয়লাঘাট এলাকায় কোস্টগার্ডের সাবস্টেশন করার জন্যে রেলওয়ের একটি জায়গাও পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, চাঁদপুর শহর রক্ষা বাঁধের মোলহেড এলাকার সৌন্দর্যবর্ধনে রেলওয়ে কাজ হাতে নিয়েছে। রেলমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এ স্থানটি উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, এ জায়গাটি রেলওয়ের। যা হবে সবকিছু রেল কর্তৃপক্ষ করবে। চাঁদপুরবাসী খুব খুশি হবেন যে, রেলওয়ে একটা সুন্দর স্থাপনা এখানে উপহার দিবে। এটা এমন সুন্দর করা হবে, যেখানে আসলে আপনাদের মন ভরে যাবে। কোনো খরচ দিতে হবে না। এ ব্যাপারে রেলওয়েকে আপনারা সাপোর্ট দিবেন।

এ সময় রেলওয়ের চীফ এস্টেট অফিসার সুজন চৌধুরী, ডিইও মাহবুবুল করিম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান, বড়স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়